গোধূলি লগ্নে সুরের বেল্কুনিতে,
আমি বসে আছি তোমার অপেক্ষায় ।
জানি বৃষ্টি হয়ে ঝরবে তুমি ,
কোন এক বর্ষার সন্ধায় ।
টিপ টিপ করে ঝরবে তুমি
বৃষ্টির ফোঁটা হয়ে ,
জানালার পাশে হাত বাড়িয়ে ,
যাব তোমায় ছুয়ে ।
আবির রাঙ্গা সকালে যেমন ,
শিশির ভেজায় ঘাসে ,
হাজার স্বপ্ন দেখি আমি ,
তোমার স্নিগ্ধ পরশে ।
দিগির জলের কল কল আওয়াজ ,
বাতাসে যখন বাসে ,
আমার অনুভূতিতে , তোমার খুনসুটিতে ,
মনটা তখন হাসে ।
পুর্ব আবায় , সবুজ ডাঙ্গায় , তুমি ফোঁটা পদ্ম ,
আমার আঙিনায় আমি একা , তুমি কেন নিস্তব্ধ ।
নির্ঘুম নিস্তব্ধ আখি দ্বয় , কেন বার বার তোমায় খোঁজে ,
তুমি ও কি খোঁজো আমায় , সেই গোধূলি সন্ধ্যা সাঁঝে ।
আমার স্বপ্ন , আমার সাধনা, শুধু কি আমার ভাবনাকে ঘিরে ,
তুমি কি সত্যি আমার আছো , নাকি চলে গেছ,
অন্য কারো নীড়ে ।
কল্পনার জগত এমনি হয় , হাসি রাঙ্গা মমতাময় ,
কিন্তু , বাস্তব বড় নির্মম নির্দয় ।