ওরে পাপিষ্ঠ, ওরে অধম,
বিপথে যাসনে, সু-পথে পিরে আয়।
ওরে নির্বোধ, মৃত্তিকা কখন স্রষ্টা হতে পারে না,
মৃত্তিকা তো সেই স্রষ্টার সৃষ্টি,
যাকে ভুলে গিয়ে,
মৃত্তিকার তৈরি মূর্তির প্রতি,
গেছে তোর দৃষ্টি।
যেই স্রষ্টা তোকে করিল সৃজন,
তুই তাকে করলি অপমান,
ইচ্ছে হলে সে, কেড়ে নিতে পারে
তোর, সখের এই প্রান ।
তুই মানব, না না তুই দানব, তুই বেঈমান, নিমকহারাম,
তুই মৃত্তিকার পদতলে রেখেছিস,
স্রষ্টার প্রিয় কালাম।
ক্ষমতার দাপটে তুই দিয়ে চলিস হুংকার,
খোঁদার গজব একদিন ঠিকি পড়বে,
সেদিন তুই হয়ে যাবি চুরমার।
নির্বোধ কিছু হায়না, রাজপথে দিলি ছেড়ে,
সাতটি তাজা প্রান হুমড়িয়ে খেলো তারা,
দন্ত দিয়ে ছিঁড়ে ।
এখন তোর সময় আছে পিরে আয় তুই সত্যে,
না হয় তুই পাবিনা শান্তি,
যখনি যাবি মর্ত্যে।
আল্লাহর রাহে সঁপেছে যারা,
নিজেদের প্রান মন,
তারা ছাড়া বাকীরা সবে,
খোঁদার দুশমন।