হে নওজোয়ান জ্বালাও তোমার হৃদয়ের গভীরে
লুকিয়ে থাকা জ্বলন্ত অগ্নি ।
জাগাও তোমার ভিতরের ,
ঘুমিয়ে থাকা আত্মাকে ।
যার চক্ষুঃ দিয়ে বের হয় , জ্বলন্ত অগ্নিশিখা ,
যে চক্ষুঃ রক্ত চক্ষুঃ ।
উঠাও তোমার সেই ভয়াল থাবা ,
যেই থাবায় চুরমার হয়ে যায় , বাতিলের দূর্ঘ ।
যেই থাবায় ধ্বংস হয়ে যায় ,
সমাজের শোষকেরা ।
আজ দেখ ছেয়ে তাদের প্রতি ,
যারা সমাজটাকে লুটে-পুটে খাচ্ছে ।
যাদের নোংরামি থেকে রেহাই পায়নি ,
রাস্তার পাশে ঘুমিয়ে থাকা জীবন গুলো ।
ধংস করে দাও সেই বন্ডদের আস্তানা ,
যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে ।
এখন যদি তুমি জাগ্রত না হও ,
এখন যদি তুমি সেই রাস্তা দিয়ে নিশ্চুপ হেটে যাও ,
যেই রাস্তায় দ্বীন কায়েমের জন্য ঝরছে তোমার ভাইয়ের তাজা রক্ত।
এখন যদি তোমার কানে না পোঁছায় ,
তোমার বোনের আর্ত চীৎকার
আর যদি তখনো তোমার রক্তে আগুন না লাগে ,
তাহলে তুমি কিসের মানুষ ।
কোথায় তোমার মনুস্ত ,
দিতকার তোমায় , তুমি মানুষ নও ।
তুমি ও তাদের মত নরপশু ।
সেই তো সত্যি কারের মানুষ ,
যে অন্যায়ের বীরুধে সংরাম করে আমরন ,
তাই হে নওজোয়ান জাগাও তোমার ভিতরের ঘুমিয়ে থাকা সিংহ কে ।
দেখ যুদ্ধের দামামা বাজছে ,
এই যুদ্ধ মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ ,
এই যুদ্ধ শোষকের বিরুদ্ধে শোষীতার যুদ্ধে ,
তাই তোমাকে আহব্বান করি এই যুদ্ধে সামিল হওয়ার ।