আমি ধিকৃত এক মানব জাতি,
ধ্বংস হোক মোর দৃষ্টি।
আমি সুশীল বলে দাবি করি মোরে,
আর ধ্বংস করি তার সৃষ্টি।
আমি মনুষ্যত্বহীন,
তবুও নাকি, আমি মানবজাতি।
আমি ধ্বংস লীলায় মেতেছি আজ
নিভিয়ে জ্ঞানের বাতি।
আমি মিথ্যা আমি পাপী আমি ধ্বংস লীলার হাতিয়ার।
আমি ক্ষমতাধরকে সালাম করি, আর দুর্বল কে করি অত্যাচার।
আমি ঘৃণিত কাজ করেও পাইনা কখনো লজ্জা,
আমি মুখোশ পরে ভালো মানুষের,
দেখাই সাজসজ্জা।
হে মহামহিয়ান ধ্বংস করো আমারে,
মিটিয়ে দাও আমার নাম চিহ্ন।
শান্তিতে ভরিয়া উঠুক এ বিশ্ব তোমার,
ধরণী হোক ধন্য।