মৃত্তিকার উপর দেহ সজ্জায় তোমার , কত আয়োজন,
মৃত্তিকার নিছে অসহায় কত, কাঁদছে মানব মন।
আজকে তুমি করছ কত রঙ্গ- তামসা,
মৃত্তিকার গহ্বরে হবে নিরাশা।
পোকার গুচ্ছ ধ্বংসীবে,
তোমার মানব দেহ,
মৃত্তিকার প্রলেপে ডাকা পড়বে তুমি,
দেখবেনা আর কেহ।
রুপ-সজ্জা না করে, পর্দাতে সব ডাকো,
যার জন্য সৃজিল তোমায়,
তাকেই মনে রাখ।
কার জন্য সাজছ তুমি, কাকে দেখাও ডং,
বয়সের সাথে বিলীন হবে,
তোমার গতরের রং।
দ্বীনের পথে পিরে আস, আল্লাহতে থাক খুশি,
মৃত্যু কালে নূর ঝল্কাবে,
থাকবে মুখের হাঁসি ।