মোরা সত্যের সমাধিতে, সমহীত হতে চাই,
মিথ্যা নিপতিতে, অমরণ লড়ে যাই।
মোরা মিথ্যার কুলোষে, হবো নাকো অন্ধ,
সত্যের আলোতে, সব হবে বন্ধ।
ধোঁকাবাজি, রাহাজানি, চাঁদাবাজি, ধান্দা,
সত্যের আলোতে , সব হবে মন্ধা।
কালেমার পতাকা বিশ্বে উড়াবো,
মিথ্যাকে ঝেড়ে ফেলে, সত্যকে কুড়াবো।
মুন্সী, মূলভী, মাওলানা,দরবেশ,
সব কিছু ছেড়ে দিয়ে ধরলি এ কোন বেশ।
দুনিয়ার মহে পড়ে, তাকে গেলি ভুলে,
যে তোকে সৃজিল,দরার এই কূলে।
কোরআনের পথে তোদের, যারা আজ ডাকে,
হিংসার রোষানলে, ফেলে দিস তাকে।
আর কত দেখবি, অজুহাতের যুক্তি,
সত্যতে ফিরে আয়, কোরআনেই মুক্তি।
বন্দীতো জেলে আজ মাওলানা, মুন্সী,
আজও তাদের ঈমানের, কমেনি এক ইঞ্চি।
ফাঁসির দড়ি টাকে নিল গলে তুলে,
তবুও সত্যকে যায়নি তো ভূলে।
এরই নাম মুজাহিদ,এরই নাম সত্য,
সত্যকে গলে নিয়ে হলো অমরত্ব।
মিথ্যা তে তোমাদের আর সত্যতে আমাদের,
গড়ে উঠে জনবল,
সত্যতে মিথ্যা তে জ্বলবে এ দাবানল।