বক বক কথা বল
কি তুমি চাও ?
সারাদিনটা কাঁদায় থেকে
বুঝি মাছ ধরে খাও ।
রাত পোহালে সকাল বেলা
মাঠে আসে ঐ বকের মেলা ।
ঠাণ্ডা ঝরা ভোর কুয়াশায়
মাছকি তুমি পাও ।
দেখলে তুমি জলাভুমি
উড়ে এসে পড় ,
লম্বা এই ঠোটটা দিয়ে
মাছ তুমি ধর ।
ইয়া লাম্বা ঠোঁট দিয়ে
খাও তুমি মাছ
সারাদিন খাওয়া ছাড়া
নেই কি তোমার কাজ ।
উড়ে এসে বকের পাল
মাঠে যখন পড়ে
সাদা মাঠা চাঁদরে যেন
মাঠ গুলো যায় মুড়ে ।