চিকনা সেই মেয়েটার
জেদ বেস ভারি,
জেদ ভরা আখিদ্বয়
যেন অগ্নিগিরি ।

উঠ পাখি পা দুটি
চলে ঢং ঢং,
সুন্দরী তোতাপাখি
শালিকের রং।
মেঘময় কোমল  নাকি
হাত দুটি তার,
মাথামোটা হতো যদি
তবু ছিল সার।
দারুণ এক আবয়বে
বচন হীন  যেন,
হিসেব মিলেনা তবু
ভালবাসি কেন?
রুপে সে রুপবতি
কথা বলে কম ,
বিশ্বাস তাকে ছাড়া
থাকে না যে দম ।

অল্পতে রেগে জায়
রগ চটা  যেন
মা্ঝে মাঝে ভা্বী তায়
রাগ করে কেন।

সুন্দর মন তার
ভালোবাসা বেশি
তাকে পেয়ে আমি তায়
হয়েছি যে  খুশী ।

যতই সে রাগ করে
আমি ভালোবাসি ,
যার মনে রাগ তার
ভালোবাসা বেশি ।

মেঘ বরন কেশে তার
মৃঘময়ী ঘ্রান
সব ফুল  লুটিয়ে  পড়ে
হয়েছে  অম্লান ।