পৃথিবীর বুকে জেগে আছে
সুফলা একটি দেশ
সবুজ ঘাস আর হলদে ধানে
দেখতে লাগে বেশ ।
সাপের মত এঁকে বেঁকে
ছুটে চলে তার নদী
পড়ন্ত ঐ বিকেল বেলায়
দেখি নিরবধি ।
গোধূলি ঐ বিকেল বেলায়
দেখি যখন তারে
দুঃখ ভরা হৃদয় আমার
শান্ত হয়ে পড়ে ।
জন্ম যদি হয় আমার
আবার কোন দেশে
তখন আমি আসবো এথায়
ধান শালিকের বেশে ।
এই দেশে তে ঘুমিয়ে আছে
অনেক জ্ঞানী গুণী
ইতিহাসের পাতায় আমরা
তাদের বানী শুনি
আপরুপ রুপখানি তার দেখতে লাগে বেশ
সেইতো আমার জন্মভূমি
সোনার বাংলাদেশ।