সব তাঁরা দেখেছি আমি
নিল আকাশের মাঝে ,
সকাল বেলায় সব চলে যায়
তারা আপন কাজে ।
কেমন করে পাখির দল
নিল আকাশে উড়ে ,
কেমন করে সাগর , নদী
যায় যে বহুদূরে ।
কোন কারিগর কোন শিল্পীর
নিপুণ হাতে গড়া ,
কেমন করে বানিয়েছে সে
অপরুপ এই বসুন্ধারা ।
কেই বা দিল অন্ধকারে
এমন জোছনার আলো ,
বানিয়েছে সে মানব জাতি
বেসে অনেক ভালো ।
আর কেহ নয় তিনি হলেন
আল্লাহ মেহেরবান ,
রাতের এই অন্ধকারে যিনি
জোছনা করলেন দান ।
পাখির কণ্ঠে যিনি দিলেন
মিষ্টি সুরে গান ,
সাগরের বুকে তিনি দিলেন
স্নিগ্ধ কলতান ।