হারিয়ে গিয়েছে ছেলেবেলা দিন
আনন্দ আর মজা,
গোধূলী বেলায় হারানো সেদিন
শৈশব বেলা খোঁজা।

সারাটা বিকেল ছোটাছুটি আর
দল বেঁধে মাঠে খেলা,
খুশির জোয়ারে ভাসতো সবাই
কেটে যেতো দিন বেলা।

একসাথে মিলে স্কুলেতে যাওয়া
সাথে সাথে ঘরে ফেরা,
সুজনের হাত শক্ত হয়েছে
ভালোবাসা দিয়ে ঘেরা।

হৃদয়ের কথা সকাল সাঁঝেতে
তবুও কথারা বাকি,
রাত শেষ হয় শত দিন যায়
স্বপ্নগুলোকে আঁকি।

আজ মনে ভাসে সুখের সেদিন
হারিয়ে গিয়েছে সব,
ফিরবে না আর ছেলেবেলা দিন
উঠবে না কলরব।