একদা একটি বনের মাঝেতে ঝগড়া বাঁধলো খুব,
বনের রাজার হুংকার রবে হয়নি কেউই চুপ।
মহিষ শুকর বন্ধু দু'জন থাকতে চায় না বনে,
বন ছেড়ে তারা শহর দেখবে বাসনা জেগেছে মনে।

থাকতে চায় না সিংহের রাজে বিদ্রোহ মনে আজ,
দাসত্ব আজ মানবে না তারা মানবে না মহারাজ।
আপনার দেশে আছে কি'বা হেথা লড়াই ঝগড়া ছাড়া,
বাঘ ভালুকেরা যখন তখন পিছু করে যায় তাড়া।

বিদায় জানালো আপন আলয় শহরের পথে পাড়ি,
বনের সুজন কাঁদলো বিদায়ে করে গেলো তবু আড়ি।
পৌঁছোলো দু'জন বিদেশ বিভূঁয়ে ইঁট পাথরের দেশ,
পরনে চাপালো সুট বুট টাই আঁচড়ে ফেললো কেশ।

অবাক চোখেতে দেখলো শহর উঁচু উঁচু শত বাড়ি,
কলের বাহন চলছে সেথায় রাশি রাশি দিয়ে সারি।
খুশিতে নাচলো শুকর মহিষ সভ্য হয়েছে তারা,
নাচবে গাইবে ফুর্তি করবে মাতাবে শহর পাড়া।

সাজগোজ করে রাস্তাতে যায় পরিচয় করে রবে,
দেয় না'কো সাড়া শহুরে বাবুরা ঘৃণায় তাকায় সবে।
আতরের বাস নেইকো পোশাকে বনফুল বাস গায়ে,
রুমাল চাপছে নাকেতে বাবুরা আসে না'কো কেউ ঠায়ে।

আপন আপন কাজেতে ব্যস্ত সময় কারও নেই,
স্বার্থপরতা দু'চোখেতে ঝরেহারায় দু'জন খেই।
মনের দুখেতে ফিরলো বনেতে বুঝেছে তাদের ভূল,
বনের পশুরা স্বাগত জানায় বরণে ছড়ায় ফুল।