সুখের দিনে সবাই থাকে
দুখের দিনে নাই,
হোক না সেজন পর আত্মীয়
কিম্বা আপন ভাই।
সুখ পিয়াসী দুখ চায় নাকো
তাই কোকিলের ডাক,
মন মজেছে গান ধরেছে
উচ্চস্বরে হাঁক।
নিজের ভালো বোঝে মানুষ
খোঁজে আপন সুখ,
পর বিপদে পিছন ফেরে
নেয় না ভাগের দুখ।
পরের ভালো দেখতে নারে
হিংসা ভরা মন,
চিন্তায় বাঁকা মুখখানি তার
বাড়বে আপন ধন।
সুখের তরী চাপবে ক্যামনে
ভরবে ক্যামনে ভাঁড়,
কুচুটে মন এই বাঙালীর
ভাঙে পরের ঘাড়।
সুজন কোথায় মিলবে বলো
মুখোশ পরা মুখ,
কুজন আসে সুজন বেশে
হেলায় ভাঙে বুক।