আত্মনির্ভরশীল ভবিষ্য ভারতের চেহারাটা আজ দেখলাম।
ঘৃণার লেলিহান শিখায় আত্মমর্যাদা আজ ভস্মীভূত।
শিক্ষার অহংকারে মাথা উঁচু থাকত যাদের
তারা আজ লজ্জায় নতমস্তক।
ভূলুন্ঠিত শহুরে আত্মগৌরব।
কালরোগ বাসা বেঁধেছে মনে।
ঘৃণা, শুধু ঘৃণার গরল উতলাচ্ছে মন।
শহুরে বলে যারা নিজেদের সেরা মনে করত
তারা ফিরে গেছে অষ্টাদশ শতকের গর্ভে।
মাতৃগর্ভ থেকে জন্ম নিল যে সদ্যজাত
তার কান্নায় বাজছে ঘৃণার সুর।।