একুশ দিনের দূরত্ব পেরিয়ে একুশ বছর এগিয়ে তোমায় পাবো।
আচ্ছা! একুশ বছরের পরের তুমি কি থাকবে এমনই দস্যি-দামাল?
না কি, তোমার চুলে ধরবে সোনালি রঙের আসমানী রঙ?
আমি কিন্তু একটু বুড়ি, মাথায় একগোছা সাদা চুলের উঁকি,
চশমার ভিতর তোমাকে অবিরাম খুঁজতে থাকা ক্লান্ত দুটো চোখ,
হয়তো কালের নিয়মে একটু ঝাপসা!
আচ্ছা! তোমার মনে পড়ে (?), তোমারই দেওয়া সেই বসন্ত রঙা শাড়িটা পরে
(যেটা পরলে তুমি বলতে ‘বসন্তবৌরি’), তোমার ঐ শক্ত হাতের নরম আঙুলগুলো
ধরে হেঁটে যেতাম রাজভবনের ধারে। অন্ধকারে তোমার দুষ্টুমি ছুঁয়ে যেত আমার ঠোঁট।
একুশ দিনের দূরত্ব পেরিয়ে তোমায় পাবো বলে,
অপেক্ষা আমার সারাজীবন নতুন সবই ভুলে,
আলো-মাখা সেই চাঁদনি রাতে পলাশ বনের ধারে,
দেখা হবে তোমায়-আমায় একুশ বছর পরে।।