ভালোবাসার রোদ পোয়াতে নিকষ কালো অন্ধকার রাতে তারারা জেগে ওঠে।
আগুনের ওম গায়ে মাখতে শব্দহীন ঠান্ডা রাতে রাতপাখিরা ঘুরে বেড়ায়।
আজ প্রভাতের প্রথম সূর্যের আলো গায়ে লাগতেই সূর্যমুখীগুলো মুখ তুলে চাইল।
ঘুম ভাঙা চাঁদের আলো যখন সন্ধ্যাতারায় আলো জাগায়,
তখন তোমার গহীন মনের হদিস পেতে কোমল আঙুলে গোলাপের কাঁটা ফোঁটে।
সাদা আঁচলে রক্তের ফোটা ফোটা দাগ, ক্যানভাসে তোমার ছবি ফোটায়।।