সারাটি জীবন জুড়ে ভেবে গেছি
শুধু স্বপ্নের পসরা সাজাবো আর
ক্যানভাসে লাগিয়ে রাখবো শুধু অস্থি মজ্জার রং।
তাই ,এতদিন ধরে,আমি প্রতিটি বসন্তে
আমার মানবীয় শরীরের ভাঁজে রেখেছি
অভিসারী বর্ণমালা ।
জানি তুমি আসবে,খুঁজে নেবে সেই সব শব্দের ফল।
এই কোন বাঘ বন্দি নিয়মে আমার সমস্ত ইচ্ছে গুলো
ঘোলা জলে সাঁতার কাটে ,আর তোমার থেকে শিহরণ পেতে চায়।
প্রতিটি লালচে বিকেলে ধরতে চেয়েছি তোমার হাত-
আর খুঁজতে চেয়েছি সবুজ মাদকতা।
আকাশ কুসুম ভেবে অন্তর বাসে জমিয়ে রেখেছি জল।
তবুও তোমার কালিকলমের সাথে সখ্যতা আমার কোনোদিন হয়নি,
কোনোদিন আমাকে দাওনি অমরত্বের মারিজুয়ানা।
তুমি নিজে আসো না একবারও,
আমার বিপরীতে কাগজের নৌকা বানিয়ে হাহাকারের কবিতা ভাসাও।
চারিদিকে জ্বলতে থাকা মৃত মানুষের নীল আগুন,
তোমাকে উন্মাদ করে রাখে।
মায়াবী মজলিসে তুমি মেতে ওঠো অনাকাঙ্খিত কান্নায়।