তুমি যাকে তোমার ঘরে রাখতে চাও
একদিন তার কাছে এসে দ্যাখো,
তার মধ্যে কোনো মানুষ নেই।
আবার চাইলেও সে কোনো দিন
কুকুর হতে পারবেনা।
সব কুকুরদের ই একটা কৃতজ্ঞতাবোধ থাকে।
তুমি চেয়েছিলে তার মধ্যে একটা কুকুর থাকুক।
যে শুধু তোমার গন্ধ চেনে,
তুমি দূরে গেলে তোমাকে খুঁজে আনতে পারে।
তোমার মান ভাঙাতে পারে।
যদি তুমি কোনোদিন তাকে ভালোবেসে
কোনো একটা নামে ডাকো,
সেও সব ছেড়ে ছুটে আস্তে পারে তোমার কোলে।
কিন্তু তুমি যখন আরেকটু কাছে এসে দেখলে,
তখন তাকে একটি বিকৃত পশু বলে মনে হল।
কিছুটা বিক্রীত ও বলা যায়।
যে ক্ষুধার কাছে নিজেকে
বিক্রি করে এসেছে।
তাই সে কুকুর হতে পারেনি।
তাই সে ভালোবাসতে পারেনি।