আজ, কাল হয়তো বা দিন কয়েক আগে ,
রক্ত ঝরেছিল,
রাজপথে ,
দিনেদুপুরে -শহরের বুকে ,
কারো মুখে ছিল প্রতিবাদের ভাষা।
তাই জামা ভিজেছিলে লাল রঙে।
যে ফাঁকা ময়দানে রাতে শিশির পড়ে-
সেখানে রক্ত জমাট বেঁধেছিলো
ফুটপাতের যে কিশোর টি বলেছিলো তাঁর মাকে,
রাতে ঘরে ফিরে একমুঠো ভাত খাবে।
মুখভরা দাড়ি নিয়ে কেউ তার প্রেয়সীকে কথা দিয়েছিলো।
এবারে তাঁরা ঘুরে আসবে কাছে পিঠে সমুদ্রসৈকতে ।
তাঁদের আর কথা রাখা হয়নি ,
তাঁদের আর ঘরে ফেরা হয়নি ।
এভাবেই কত ঘর খালি হয়ে গেছে-
তবুও মিছিল জনশূন্য হয়নি।
যে মিছিলের স্লোগানে কম্পিত হয়েছিল-
শাসকের দম্ভ,
স্বাধীন হয়েছিল আমার দেশ-
সে মিছিল আজ ও থামেনি।
বারে বারে শুধু পতাকা পাল্টেছে তার রং।
পাল্টেছে স্লোগানের ফুলকি ।
প্রতিবাদী সুর বড়ই অসন্তোষের কারণ,
তাই বিরক্তি কমাতে রক্ত ঝরবেই।
রৌদ্রের তাপে যতই জ্বলেছি-
ততই প্রখর হয়েছে বিদ্রোহের ভাষা।
পায়ের নিচে জ্বলন্ত নকশা নিয়ে হেঁটে গেছি-
গলি থেকে রাজপথ।
আমরা সবাই মঞ্চে উঠতে পারিনি।
আমরা মঞ্চ চাইনি ,
আমরা মৃর্ত্যু চেয়েছি,স্বাধীনতা চেয়েছি।
যারা মৃর্ত্যু চাইনি তাঁরা মসনদ পেয়েছে ,
তাঁরা মিনারে উঠতে পেরেছে।
তাই ওঁরা আমাদের মনে রাখেনি।
আমরা শহীদ হতে পেয়েছি,
তবু শহীদ মিনারে জায়গা পাইনি।