চলো, আবার সেরকম ভাবে ভালোবাসি,
যেরকম ভাবে দেখা হয়েছিল
এক  অগোছালো বৈশাখী বিকেলে ।
তুমি দাঁড়িয়ে ছিলে,
যেন মেঘ ছায়া চাঁদের মতো ,
উন্মুক্ত হয়ে গুনেছিলে অপেক্ষার প্রহর।
মুহূর্তে  আমাকে ভিজিয়ে ছিলে
মৌসুমী জোছনার জলে।

চলো আবার বেহিসেবী হয়ে ভালোবাসি।
যেরকম ভাবে প্রথম দেখাতে
তুমি নিমেষে উল্টে দিয়ে ছিলে হিসেবের খাতা।
তাই তারপর আর হিসেব করা হয়নি।
কখনো দেওয়া হয়নি তোমাকে
একটি প্রস্ফুটিত গোলাপের ঘ্রাণ।
গোনা হয়নি নীল খামে ভরা
কবিতার শব্দমালা।
মাপা হয়নি অশান্ত সমুদ্রে
ভাসমান ঝড়ের বিস্তার।
তাই  তোমাকে নিয়ে যতবার নেমেছি
কতবার ছিড়ে গেছে আমার নৌকার পাল।
আমি সাঁতার জানিনা।
শুধু তুমি বাড়িয়েছ হাত,দিয়েছ আশ্বাস।
আমি থামিয়েছি ক্লান্ত মান্দাস
আর তুমি নির্দ্বিধায় আমাকে দিয়েছ
এক সমুদ্র শরবতের স্বাদ ।

চলো আবার  বেনিয়ম  করে ভালোবাসি,
তাই নিয়ম করে বলা হয়ে ওঠেনি কত কথা,
সে কথা গুলো না হয় না বলাই থাক
তবু তুমি  ফুল হয়ে ফুটে থেকো
হৃদয় জমিন জুড়ে।
উড়ে যেও ডানা মেলে
আমার ভাবনার শঙ্খচিল হয়ে।
উড়ে যেও চেতনার সীমান্ত পারে।
শুধু ঘুম হয়ে ফিরে এসো রাতের আঁধারে।