আবার ফিরে যেতে চাই
নিশ্চিন্ত মুহূর্ত যাপনের অজুহাতে,
নিঃসঙ্গ নদীটির কাছে
আর দুহাত ভরে কুড়োতে চাই,
মালঞ্চ মায়া মাখা অপ্রার্থিত পলি।
এই সেই দূরান্তে বয়ে যাওয়া ঘর ছাড়া নদী,
যার মিঠে জলে পা ডুবিয়ে
ছলাৎ ছলাৎ সরগমে নেচে উঠেছিল
কোনো এক অাদুরে কিশোরী,
তাকে দিয়েছিল চঞ্চল শঙ্খচিলের সখ্যতা।
তারপর কেটে গেছে ,
কত অনাদরের হেমন্তের কাল,
কত নিঃসঙ্গ নাবিক ফেলে গেছে গান।
আজ তাঁর কোজাগরী চরে
গোধুলীর আয়াত শেষে ,
শব্দের সামিয়ানা সাজাতে চায়
এক বেনামী প্রেমিক ।
সব ললাট রীতি ভুলে
তার ব্যথা বুক জলে
ভাসিয়ে দেয় লাল মেহগনি কবিতার তরী।