আমার প্রতিজ্ঞা ছিল ,
একটা কবিতার জন্ম দিতে,
এক ঝটকায় খুলে দেব-
বেজন্মা আকাশের দহলীজ।
তাই কতবার মেঘের মিছিলে ,
সারি সারি শব্দমাত্রা সাজিয়েছি।

আমার বুক জুড়ে পেতে চেয়েছি
একটা কবিতার প্রসব যন্ত্রণা।
তাই আমার সমস্ত ভাবনার পরতে পরতে করেছি-
অস্পৃশ্য কামনার একক প্রদর্শনী।
বিছিয়েছি সাদা পূর্ণিমা-চাদর,
যে অতৃপ্ত যোগিনী উন্মুক্ত করেছে
তার ক্ষণজন্মা জীবনের যোনিপথ,
সেখানে করেছি বর্ণবীজ লেপন।

কবিতার পরিচয় দিতে
আমি অরণ্যের অস্ফুট নিসর্গতায়
অসংখ্যবার স্ফটিক নাম খুঁজেছি।
নির্লজ্জ উন্মাদনায় পাহাড়ের কাছে করেছি,
তার নিবীবন্ধে লুকোনো গুমনামের গুজারিশ।
নদীর খরস্রোতেও ভাসাতে চেয়েছি ,
আক্ষরিকতার মলিন কাগজফুলl

একটা কবিতার জন্ম দিতে আমি-
কতবার অনায়াসে নিরুদ্দেশ হয়েছি।
অবলীলায় পেরিয়েছি কত মাইল ফলক।
তবু আমার হাত ধরে সে আসেনি
পরিবর্তে দিয়ে গেছে ,
অপ্রাপ্তির বিবর্ণ রুমাল।