শুরু হয়েছিল পথ ,দূরে ওই পাহাড়ের বাঁকে।
যেতে হবে আরো দূর, সীমাহীন সাগরের ডাকে।
এভাবেই বেঁচে থাকে নদী-অবিরাম
বয়ে চলে নুড়ি আর পাথরের সাথে।
সাদাকালো ক্লান্তিহীন জীবনের ভারে,
শুধু ভাঙাগড়া খেলা চলে দুই ধারে।
আর বুক চিরে বয়ে যায় স্রোত,
ইতিহাস লেখা থাকে সময়ের হাতে।
বৈশাখে বুক ফাটে তপ্ত দাবদাহে-
চোখ মেলে চেয়ে থাকে আকাশের পানে।
যত ঋণ জমা থাকে শ্রাবণের কাছে ,
সব হিসাব এলোমেলো নদী শুধু জানে।
কখনো বা সাদাবক একা উড়ে আসে -
মাছরাঙা ধরে মাছ ,মাঝনদী জলে।
কেউ যায় দূরদেশে খেয়া পথ বেয়ে ,
ভাটিয়ালি গায় মাঝি, দাঁড় টেনে চলে।
কোন বনে শিমূলের ফুল যায় ঝরে ?
চোর কাঁটা ঘর বাঁধে ভাসমান চরে।
ফিরবে সুজন তাঁর এই আশা নিয়ে
কারো বধূ পথ চেয়ে বসে একা ঘরে।
নদী বুকে ঝড় তোলে কত শত জন,
গভীরতা বুঝতে চায় সাঁতারের ছলে।
চোখে দেখা যত ছবি লাগে সাদা কালো,
সব রং গেছে মিশে গেছে সেই নদী জলে।
সবার মনের মাঝে আঁকা সেই নদী,
একা একা ছুটে চলে সাগরের টানে।
কেউ কেউ পথ হারায় ভাগ্যের দোষে-
ঝরাপাতা সেকথাই বলে কানে কানে।