একদিন জানালার ধারে
হাসনুহানা ফুলগুলি
তাকিয়ে ছিল চাঁদের দিকে,
তৃষ্ণার্ত সন্ধ্যায় জ্যোৎস্নায় ভিজবে বলে।
সেদিন তুমি ঝিনুকের গল্প বলেছিলে।
বলেছিলে এক বসন্তে,
তুমি আমাকে  ঝিনুক চেনাবে ।

তুমি বসন্ত ভালোবাসো ,
তাই মৃত বাস বিছানায়
ফুটিয়ে ছিলাম পলাশের রঙ।
তোমার গল্প শুনে আমিও
শিখতে চেয়েছি সন্তরণ।
মত্ত হতে চেয়েছি শিহরণের প্রকৌশলে।
আমি ডুবতে চেয়েছি।
আমি ভাসতে চেয়েছি।

শেষে একদিন তুমি ঝিনুক নিয়ে এলে,
সাথে নিয়ে বুকে জমা মেঘ।
অতঃপর বৃষ্টি নেমে এলো।
তোমাকে ভিজিয়ে দিতে
খুলে দিই জানালার কাঁচ ।
তারপর,
নোনা জল ভাসিয়ে নিয়ে গেছে
আমাদের।
আর জ্যোৎস্নায় মন ভিজিয়েছে
হাসনুহানার দল।