সংখ্যাতত্ত্বের প্রতি আমার প্রাকৃতিক প্রেম,
তাই বেলাশেষের ঘুমন্ত অন্ধকারে সহস্র নক্ষত্র দেখি।
অভিমানী নদী জলে মেশাতে চাই বেনামী রামধনুর সাত রঙ।
নিঃশব্দ চরাচরে রচনা করি একটা বেসামাল সমীকরণ।
সংখ্যাতত্ত্বের প্রতি আমার প্রাকৃতিক প্রেম,
তাই বুকের পাঁজরে আগলে রেখেছি একটা বিচ্ছিন্ন চলরাশি।
যার সাথে বারবার লিপ্ত হয়েছি অনুচ্চারিত সংলাপে।
সবুজ মেদুর প্রান্তর জুড়ে সাজিয়েছি গাণিতিক শব্দ বিন্যাস।
সংখ্যাতত্ত্বের প্রতি আমার প্রাকৃতিক প্রেম,
তাই আবছায়া সংকেত ধরে আমি শুধু উত্তর খুঁজি।
আর কালের হিসাব পেতে অতর্কিতে,
আমার পিছু নেয় উন্নাসী পূর্ণিমা চাঁদ।
আমার চলরাশিকে ঢেকে রাখে শূন্যতার নামে।
সংখ্যাতত্ত্বের প্রতি তোমার প্রাকৃতিক প্রেম,
তাই তুমি অনুবন্ধী ছলাকলায়,
সাজিয়ে নাও মুহূর্তের সমাধানসূত্র।
অবলীলায় উপেক্ষা করো সওয়াল জবাবের পরিবৃত্ত।
সহজেই সংজ্ঞায়িত করো আমার সেই চলরাশিকে- এক মহাজাগতিক পরিচয়ে।