সময়টা ছিল সত্যি অসময়
চাঁদ লুকোলো দূর পাহাড়ের ঢালে |
জীবন মানে ছেড়ে যাওয়ার ভয়-
মরণ এসে সহসা মশাল জ্বালে|
বিজলি হয়ে ঝরেছ কত বার
সত্যি তুমি খাবো কি শাহজাদী |
রুদ্ধ হলো তোমার হৃদয় দ্বার
আমার হৃদয় মৃর্ত্যু-প্রতিবাদী |
ডাকছে সবাই দাওনা তবু সাড়া-
ঘুমিয়ে থাকো কিসের আভিমানে?
ছিল তোমার কিসের এতো তাড়া?
বিদায় নিলে ঘুমপাড়ানি গানে |