ভালোবাসা বেঁচে থাকে সব টুকু না পাওয়া জুড়ে,
সুখের হিসাব টুকু জমা থাকে বিস্তৃত বিরহের  কাছে
অন্ধকার ঠিকানা খোঁজে  বিষন্ন সাঁঝবাতির আলোয়,
ক্লান্ত ফেরিওয়ালা তার পসরা সাজিয়ে বসে আছে।।

অন্ধকারের কাছে হাত পেতে চাই শুধু এক মুঠো ঘুম
যদিও সকাল আসে কাটেনা যে স্বপ্নের রেশ।
কালের বিবর্তনের ভাষা কেই বা বুঝেছিল কবে,
মুছে গেছে জীবনের পট,রয়ে গেছে ইতিহাসের দীর্ণ অবশেষ।।

শুষ্ক সে নদীখানি কতযুগ আগে, গেছে তার পথ ভুলে,
হারিয়েছে নাম,কতদিন তারবুকে আসেনি যুযুধান বান।
পলাতক মেঘ সব ,বৃষ্টির রঙ নিয়ে মিছিমিছি খেলে,
রাতজাগা চোখে পড়ে জ্যোত্স্না জোনাকি,
ভেসে আসে মরমীর গান।।

যে ঝর্ণাটি পাহাড়ের বুক চিরে নামে,কে বা তার শুনেছে দীর্ঘশ্বাস?
আর নাই বা দেখেছে তার পুরোনো সে ক্ষত।
সূর্যের আলো আর অগোছালো শব্দের মাঝে,
জমা থাকে এক মুঠো উত্তাপ, রয়ে যায় ভালোবাসা যত ।।