তোমরা যাকে বলো মাংসের বাজার,
চলো আমাকেও নিয়ে চলো ।
আমিও যেতে চাই সেই বেশ্যার বাগানে
তার হাতে এক মুঠো সাদা ভাত খাবো বলে।
যদি তা নাই পারো
আমাকে অভুক্ত থাকতে দাও।
দেখিও না মাংসের লোভ।
তোমরা একদিন বলেছিলে 'কুহু' নামে
যে মেয়েটির জন্ম হয়েছিল
কোনো এক নেকড়ের রক্ত বীজে।
তার মায়ের সকালের সূর্য ঢাকা পড়েছিল ধর্ষনের রক্তে।
সে তো তার ভাঙাচোরা পাঁজর
লুকিয়ে রাখে শুষ্কতার বাকলে।
তার আজও কোকিল হয়ে ওঠা হয়নি।
পালাবার পথ ভুলে সেও তো গাছ হয়ে দাঁড়িয়ে থাকে
এই নিষিদ্ধ নগরীর মাটিতে ।
আজ তোমাদের কথা মতো এখানে এসে দেখি,
আমাকে ঘিরে শুধু দাঁড়িয়ে আছে
সারি সারি গাছ ।
অরণ্যের বিস্তার যাদের তালাক দিয়েছে।
তাই তোমাদের ডাকি,
চলো বৃষ্টি নিয়ে আসি,
নিয়ে আসি দমকা হাওয়া,
ফিরে যাক সমস্ত পসারীরা।
চলো একটা রূপান্তর দেখি।
বেশ্যার বাগানের সমস্ত গাছেরা উড়াল বিদ্যা শিখুক।
নিমেষে উড়ে যাক পাখি হয়ে,
সূর্যাস্তের মায়াজাল ভেঙে।