যেখানে মন জুড়ে থাকে নদী ,
উচ্ছলতার স্রোতে ভালোবাসা থাকে জমা।
আর বালিবুকে রয়ে যায় লুকোছাপা অভিমান,
সেখানে রয়েছে ভুল আর তার সাথে কিছু ক্ষমা।
যখন যেভাবে সে নদীর উপর এসে,
ঘর বাঁধে , ছায়াহীন মেঘ ক্লান্তিতে ভেসে ভেসে।
দিনে দিনে সে নদীর সাথে গল্প জমেছে কত,
দূরগামী মেঘ,তবুও যে তার প্রেমখানি শাশ্বত।
হে নদী, আজ না থাকুক তোমার একলা চলার তাড়া,
তোমার চোখে স্বপ্ন দেখার নেশায় আমিও যে ঘর ছাড়া।
চলো হেঁটে যাই , যতদূর পারি, একসাথে পাশাপাশি।
প্রতি বৃষ্টিতে লেখা কবিতায় সেই নদীকেই ভালোবাসি।