প্রেমের কাব্য খানি ভাসিয়েছি
নিঃসঙ্গ ক্লান্ত নদী জলে।
তবুও বাঁচিয়ে রেখেছি কিছু শব্দ -
কোনো কবিতা লিখবো বলে নয়,
ঝরা পাতা শরীর জুড়ে আকাঙ্খিত তোমার হৃদয়।
প্রণয়ের পাখি তাই উড়ে যায়
ভাবনার নীল আকাশ তলে।
যত দেখি ততোই নিঃশব্দ লাগে শ্রাবণের দিন,
চোখের তারার কাছে জমা থাকে দৃষ্টির ঋণ।
আর তুমুল পাখসাট থেকে যদি বৃষ্টি আসে আরো,
ডেকে নিও বুকের গভীরে, যদি চিনে নিতে পারো ।
একবার চেয়ে দ্যাখো আমার এই মায়ার শিকড়,
বাসনার অন্তর্ভূমে দিয়ে যেও এক বিন্দু জল।
নিস্পৃহ পাহাড়ের কোলে বেঁধে নেবো খড় কুটো ঘর,
ফাল্গুনীচাঁদ এসে ছুঁয়ে যাবে তোমার করতল।