এই বাস্তবের বৃত্ত ছেড়ে তুমি ফিরে যেও না রাজকন্যে,
দিওনা আর লগ্ন বিয়োগ।
আমি আর ক্ষুধার্ত কবির মতো খুঁজতে চাইনা কোনো অজর কবিতা।
আজ আমি বুঝি,অবান্তর স্বপ্নের ভার শুধু ক্লান্তি নিয়ে আসে,
তাই আমি এখনও চোখ মেলে আছি।
দ্রোহের রাত্রিযাপন থেকে বিদ্রোহের অস্তাচল অবধি এতটা সফর পরে
তুমি যেদিন চলে গিয়েছিলে
সেদিন নেমেছিল অমাবস্যা কাল।সেদিন পৃথিবীর যাবতীয় কান্না
গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মত ভিজিয়ে দিয়েছিল আমার চোখ,
বিষাদের বিষ মাখা তীর বিদ্ধ করে ছিল আমার হৃদপিণ্ড।
তবু সেইদিন ভাঙতে পারিনি স্তব্ধতার প্রাচীর।
শুধু পিচ্ছিল রক্তস্রোতে দাঁড়িয়ে
নিজেকে হেরে যেতে দেখেছি।
এখন এই স্মৃতির কারখানায়
নিজের অজান্তে বানিয়েছি একটা আস্ত শহর, যার প্রশস্ত রাজপথে তুমি এখনও ছুটে যাও,
ছুঁয়ে যাও আমার আঙুল।
বাতাসের তরঙ্গ নিয়ে আসে তোমার পারফিউমের গন্ধ।
আমি জানি,
চোখে কাজল লাগিয়ে তুমি
সামনে এসে দাঁড়ালেই
জাজিমের তলায় লুকোনো
আমার অসুস্থ ভাবনা গুলো সব ফুটে উঠবে ফুল হয়ে।
তাই আকাঙ্খিত অস্তরাগের আগে ঘুমিয়ে যেও না রাজকন্যা।
ভুলে যেওনা এই অন্ত্য মিলের অঙ্গীকার।