রক্তচক্ষু ভীতি !
চারিদিকে আতংক !
পাক হায়েনার বুট-বেয়নেটের নির্যাতন !
বুনো জোঁকের মতো অবিরত রক্ত শোষণের বীভৎস হোলি !  
দোসর মোল্লা ইবলিশগুলোর লকলকে জিহ্ব যেন এক একটা সাক্ষাৎ ভ্যাম্পায়ার !
সতী বাংলা মায়ের আদুল গায়ের ছেঁড়া আঁচল ভূ-লুন্ঠিত তবু চাঁদ-তারা পতাকায় ক্ষণে ক্ষণে ভক্তি চুম্বন !  

ইতিহাস ,
স-ব আজ ইতিহাসের পাতায় কালির হরফে জীবন্ত ,
শহীদ আর বীরাঙ্গনা নারীর নোনতা রক্ত,
ঘাম আর অশ্রুতে সিক্ত ইতিহাসের চারাগাছ আজ মহীরুহে পরিণত।

ছিঃ ! ছিঃ ! ঘেন্না হয় তোদের জন্য -
ঘেন্না হয় - নিজের এই তৈলাক্ত স্ফীত শরীরটা দেখলে ,
শরীরে ছড়ানো লক্ষ-কোটি কোষ -
আছে কি ! - কোন নিউক্লিয়াসে ওদের বিষাক্ত ডিএনএ ?

আতংক !
আবারও মানবিক আতংক !
জৈবিকতার ক্রীড়নক হয়ে যেন আর একটাও -
জারজ না জন্মে দুখিনী এ বঙ্গমাতার ক্রোড়ে।

রেসকোর্সের পবিত্র বুকে শুয়ে অপেক্ষায় -
গলিত হেলিওজে পুড়ে শুদ্ধ হবে কোষাণু ,
আজন্ম পাপের চিম্বুক পাহাড় ভষ্ম হবে -
সে অপেক্ষায় আজও  - হে বঙ্গবন্ধু।


(মুজিব শতবর্ষ)