হঠাত চাপা কান্নায় -অন্ত আজও জেগে ওঠে।
ঘুম জড়ানো চোখ কচলাতে কচলাতে -
পাশে টাঙানো ছেড়া কাথায় ঘেরা নির্মমতা-
তার কাছে নিত্যকার নিদ্রা সংহারী।
স্বপ্ন বিলাসী কচি মনের চকচকে-
রঙীন দুনিয়ার জন্য ঘোর  লাগা ছোট্ট -
স্বপ্নটাও অবিরত পালিয়ে বেড়ায়।

একজোড়া ছায়া শরীরের জৈবিক পাশবিকতা,
ইচ্ছের বিপরীতে কামনার জিঘাংসা,
অবলার ওপরে সবলের কামনার লালসা,
ছোট্ট অন্তুকেও দ্রোহপুত্র হতে শেখায়।
পৃথিবী যে আজ দুভাগে বিভক্ত -
এই অল্পসময়েই সে বেশ ভালো বুঝে গেছে।

যুদ্ধ আজ শুধু তেপান্তর প্রান্তরেই নয়-
জীর্ণ কুটিরেও অবলীলায় তার অনুপ্রবেশ।
এ রণকাননে নেই তলোয়ারের ঝনঝন,
নেই ডমরুর ডংকা আর নিনাদ,
অথচ নোনতা মাংসের ওপরে হলদে দাতের-
অবিরাম নিষ্ঠুরতায় - অস্ফুট সলজ্জ বাচার আকুতি-
উর্বরায় আরও একটি অমানুষের বীজ বোনে।।।
০৭.০৭.১৮