প্রকৃতির রহস্যঘেরা নিস্তব্ধতায়
একা- আমি এই চিলেকোঠায়,
রাতের দূর আকাশের তারায়,
কিছু খোঁজার আশা -বৃথাই।
কত পথ,নদী আর সমুদ্দুর,
পায়ে হেটে, ডিঙিতে বহু দূর,
উদ্ভ্রান্তের মতো পুবে নয়তো উত্তুর,
পাইনি দেখা -এখনও সেই বন্ধুর।
কালের বৈপরীত্যে অস্থির জীবন,
মুখোশের আড়ালে সব সহিংস মন,
ভালোবাসার কৃত্রিমতায় আজ ওরা অন্ধ,
বাড়ানো দু'হাতে- শুধু ফরমালিনের গন্ধ।
দুঃস্বপ্নেরা আজ ভর করেছে কত ?
মনের ক্যানভাসে- প্রিয়মুখ শত শত,
রেখেছি হাত, কখনো বন্ধু -ভেবে কাধে,
আপন করে নিতে বুঝি তাদের বাধে।
চিত্কারে ভাঙতে ইচ্ছে করে নিস্তব্ধতা,
ধনু হওয়া তনুমনে এ কোন ব্যাকুলতা ?
বন্ধু, তোরা কোথায় আছিস ? কেমন আছিস?
ভালোবাসার কাঙালপনায় আমি যে নিঃশেষ।
এ ঘুম চাই না, জাগিয়ে তোল্ আমায়,
অস্থির মন পৃথিবীটা - চষে ফেলতে চায়,
নিখাদ প্রেমে ধরে হাত- বোস কিছু সময়,
তোরা পাশে থাকলে -ঘটাতে পারি প্রলয়।
বন্ধু তোরা আছিস, থাকবি চিরকাল,
পাশে রাখবি ভেঙে-যত নিয়মের দেয়াল,
মরীচিকা নয়, বন্ধু হয়ে থাকিস পাশে নিত্য,
তোরাই পারবি ঠেকাতে জীবনের অপমৃত্যু।।।