সঞ্চয়িতাই হোক কিংবা –
কুহক মোদিনী সঞ্চিতা !
অলক্ষ্যে পিষ্ট তুমি সতত –
অন্তরালে সবার গণিকা ।

ফাদার-ব্রাদার-মোল্লা-ঠাকুর-
সবাই কহিবে – আহারে  !
শতচ্ছিন্নে খাঁজ হবে মাপা,
পিশাচ উল্লাস – বাহারে !

সাহিত্য-কথার কবি সরোবরে,
নারী তুমি হলে আজ-মাদকিনী,
মুখোশের জালে অন্তরীনা K‡eB ?
কুটিল শ্লাঘায় স্ব-ঘাতকিনী।

অন্ন আজি যদি না জোটে,
ঠাঁই নাহি হয় এই ধরাতে,
উদ্ধত শির বিছিন্ন গিলোটিনে,
কবি নয় চাই - কবিতা হতে,