ধুসর স্বপন
নীল সাগর

কখনো কি ভেবেছ আমায়
                                        একান্তে,
ভেজা চোখে বালিশের কোন
                                          প্রান্তে।

নিরুদ্দেশ স্বপ্নেরা জানি না,
         ডানা মেলবে কার আকাশে।
আবছা আলোয় দূরের কোন  -
         মুখ রঙিন, নয়তো ফ্যাকাশে।

ক্যালেন্ডারে খোজা অস্থির কলমের আকিবুকি,
            স্বপ্নেরা বোঝে না - মনের চাওয়াটা কি ?
বিষণ্ণতার একেকটা দিন অথবা নিশ্চুপ রাত্রি,
             সুখ পাখি হয়ে - ডানা মেলবে সে কি ?

চোখের কোণে যতনে লুকোনো -
                                        ক'ফোটা নোনা জল,
আলোকিত এ রঙ্গশালা মাঝে,
                                          মূল্য দেবে কে বল্?

মিছে সব আশায় -
                       কেন এত অভিনয়  ?
বধির  স্বপ্নেরা নিয়ত -
                         মুখ গুজে রয়।।।
১৩.০৬.২০১৮