হে বন্ধু!
ক্ষণিকের এই পথচলায়,
নিরন্তর স্নেহ আর ভালবাসায়,
সিক্ত হওয়া জমাট বন্ধুতা,
ভুলে যেও না এ সখ্যতা,
বুকের কোণে এতটুকু অভিমান,
ফেলে দিও তার সবটুকু - প্রাণ।
স্মৃতির পাতায় সব সন্চিত থাকুক,
পরম স্নেহে নিত্য মমতায় মাখুক।
ছুটে চলার একটু অবসরে,
ঠাই দিও মনে এ-বন্ধুটারে।
সময় কিংবা হোক না অসময়,
পাশে আছ তোমরা - সদয়।
ইট পাথরের এ কুন্জ-কাননে,
হবে দেখা কোন এক দিনে।
১৯.০৭.১৮
উত্সর্গ - বিআইবিএম এর সহকর্মী বন্ধুদের।