আমার ভাঙা বুকের, পথের বাঁকে
পড়েছিলো কার পায়ের ধুলো...?
তার ই গলার মালা ছিড়ে
রয়েছে পড়ে পাপড়ি গুলো....

এসেছিলো যখন দেয়নি সাড়া
যাওয়ার সময় জানালো তাই.....
অপরিণত, ভালোবাসার ডাকবাক্সে
শেষ চিঠি টা পেলোনা ঠাই.....

জানিস, এখন আর লেখা হয় না
ক্রমাগত নিভছে কলমের আলো...
ঝাপসা হয়েছে চশমার  কাঁচ
অক্ষর,অাঁধারের চেয়েও হচ্ছে কালো....

তবে নীলু,
কখনো তোকে দোষ দেবো না
বুঝি দোটানার যন্ত্রণা তোর...
যদিও আমি কেউ ছিলাম না
কেবল আগন্তুক এক বৃষ্টি ভোর....

সেদিন বুকে ঝিঁ ঝিঁ ডাকলো
মাথার উপর ব্যার্থতার ছাতা...
সূর্যদয় কে সামনে পেয়ে
উড়িয়ে দিলাম ছেঁড়া পাতা.....

উড়বে কেবল বিন্নি খই
উড়বে পথের শুকনো ধুলো....
বাঁশের মাচায় এগিয়ে যাবে
আমার লিখতে না পারা গল্প গুলো.....

শেষ চিঠিটা আর দেওয়া হলো না
রইলো পড়ে নীলচে খামে...
তোর চোখের পাতাও অাঁটকে যাবে
চোখ ধাঁধানো কাঁচের ফ্রেমে....

পড়বে তখন আমায় মনে
দেখবি যখন আমার ছবি....
মুচকি হেঁসে বলবো তখন
কি দেখছিস..? আমি নতুন নাকি..!




inspired by : unknown