পুরুষ মানে-১
-:*******:-
নারীদের নেই তুলনা
মাতৃরূপে দশভুজা,
পুরুষ মানেই যে বাঁধনছাড়া
সেটাও তো নয়কো সোজা....
ছেলেবেলার হুড়োহুড়ি
দুষ্টুমি আর দস্যিপনা
হোঁচট খেয়ে পড়ে গেলে, বোলতো মা;
পুরুষদের যে কাঁদতে মানা..
একটু একটু করে বেড়ে ওঠা
কৈশোর পেরিয়ে যৌবনে পা,
পুরুষ বলেই ইভটিজার সে;
মনেরেখো সবাই কিন্তু সমান না...
অাঁটকা পড়ে মন ফড়িং ঐ
ছোট্ট টিপ আর শাড়ির ভাঁজে,
ভালোবাসা টা পুড়তে থাকে
বেকারত্বের দারুন তপ্ত অাঁচে ...
বেকারত্বের জ্বালা সেই তো বোঝে
যে করেছে ২২ বসন্ত পার;
উঠতে বসতে শুনতে হয় তাকে
অকর্মন্য এক ফালতু, বেকার....
সব হারিয়ে সামলে নেওয়া
'পুরুষ' বলেই কাঁদতে মানা,
নতুন জীবন, নতুন চলা
সংসার জেলে আবদ্ধপনা....
পুরুষ মানেই যন্ত্র সম
দায়িত্ব বোধের র্যাপারে মোড়া,
পুরুষ মানে ক্লান্তি বিহীন
ছোট্ট বাবুর দুষ্টু ঘোঁড়া...