অনেক কথাই বলার ছিলো
শোনার ও ছিলো কিছু বাকি,
হঠাৎ করেই উড়ে গেলো এক
নাম না জানা পরিযায়ী পাখি।
থাকবে না জেনেও, থাকতে দিলাম
বুকের মাঝের; নীল সরোবরে,
পোষা ময়নার সাথে ভাগাভাগি করে
থাকতে কি আর সে পারে..?
বসন্ত শেষে খুব কোলাহলে
একদিন ফিরে গেলো সে ঘরে,
পোষা ময়নাও পোষ মানেনি
উড়ে গেলো কিছুদিন পরে।
শুকিয়ে গেলো নীল সরোবর
খরা পড়লো বুকে,
ফাটলো জমিন, জল-বৃষ্টি হীনে
মরলো ধুকে ধুকে..।
বৃষ্টি এল ঠিক অবশেষে
৪ টি বছর সময় নিয়ে,
সারলো ক্ষতো, ভরলো দিঘি
বাসা বানালো এক টিয়ে ।
১০ টি বছর পরে আবার
সেই পাখিদের দেখা,
সরোবর আজ পূর্ণ সেথায়
নেই যে কোথাও ফাঁকা..