ধোঁয়াশা ভরা জীবন যেথায়
সেথায় ধোঁয়াই নাকি মানা,
ধুম্রপায়ীদের আত্মদহন
নয়তো কারো জানা.....

হৃদয় পোড়ে ফিল্টারের আগে
সাথে, পোড়ে হাজার কল্পমায়া,
পোড়াই তাদের নিজের হাতেই
জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়া...

পাওয়ার আগেই হারিয়ে যায়
বাতাসের কাছে এসে,
অ্যাসট্রেটা না হয় পূর্ণ হোক
আজ, ফুসফুসের গা ঘেসে.....

#World_No_Tobacco_Day_ ৩১May