এক ঝাঁক কালো মেঘ যেন যুদ্ধ করতে নেমেছে,
পরক্ষনেই বৃষ্টি নেমে এলো।
আজকাল কোনো মেঘ আর উড়তে চায়না।
মাটিতে নেমে আসতে চায়।
কেউ জানেনা কোথায় পাওয়া যাবে মুক্তির স্বাদ।
কালোমেঘ আমি চাইনি।
অনেকদিন আগে দেখা যেত একদল সাদা মেঘ
তাঁরা শুধু  উড়তে জানতো।
হতে পারে এটা ভাবনার বিভ্রাট।
পরমুহুর্তে এক ঝটকা বরফশীতল বাতাস বয়ে এলো।
সে শীতলতা মৃত্যুর মতই সহজবোধ্য,
আমার এই শূন্য মেহ ফিলে মৃত্যু যেন 'নিঃসঙ্গ চিল'।
আমি কতবার চেয়েছি-
আমার এই পশ্চিমের ঘরে এক  চিলতে রোদ্দুর ।
আর ততবার ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে।
যতবার আমি সাদা মেঘ দেখতে চেয়েছি, রোদ চেয়েছি,
ততবার আমার জায়গা হয় অন্ধকার লাশ কাটা ঘরে।
আর তার কিছুদিন পরে কানে আসে, ওরা সব বলাবলি করে -
মেঘ এসে  চেয়ে থাকে আমার তসভীরে।