ভেজা দুই চোখে কে আছে নিস্পলক শুধু চেয়ে
জীব্ষ্ম হয়ে বাঁচে আসেনা যে কাছে ভোরের কবিতা নিয়ে
এলোমেলো সব সুরগুলো আজ উড়েনা ধানের খেতে  
আমার প্রেয়সী পথ হারিয়েছে ব্যস্ত শহরপথে  
নগরায়নের উচ্চতা থেকে শব্দরা ঝরে চলে ক্রমাগত
একটুকু নিয়ে আছি কোনোমতে বাকিসবটাই বিগত
বর্ণগুলো হযেছে বর্ণহীন শব্দগুলো সব শব  হয়ে কেন ভাসে
চৈত্র রোদ লুকিয়েছে কেন মুখ  তোমার আমার প্রাচীন ইতিহাসে
কোথা থেকে উড়ে আসে ছাই কার চোখে দাবানল জ্বলে
বৃষ্টিভেজা রাতে বাংলাভাষা অবিরত নিজেকে খুঁজে চলে