এই পুজো কখনো হয়না যে শেষ বারে বারে আসে ফিরে
দাদা দিদি দের জীবন যে কাটে এই পুজোকেই ঘিরে
সবাই যে জানে ভোট পুজো বলে আসলে তো পেট পুজো
বুদ্ধু তোমরা হন্যে হয়ে কেন সঠিক প্রার্থী খুঁজো?
সবার দাবী সত্যবাদী এই কি আজব দুনিয়া?
তাই ঠগ বাছতে হচ্ছে উজাড় গাঁ এর পরে গাঁ |
কোন সে আজব মন্ত্রে ভোট যন্ত্রে চলে গণতন্ত্রের ধর্ষণ ?
নেতাদের মনের মাঝে শুধু লাভ আর লোভের ঘর্ষণ !
এত খেয়েও ভরছেনা পেট আর যে কত খাবি?
এবার তোরা থামরে পাগলা! আর খাবি কি- ঝাঁঝে মরে যাবি !
সারা বছর দেয়না দেখা শুধু ভোটের সময় এলে ,
ভোট পাখিরা আওয়াজ করে আর আকাশে ডানা মেলে |
গগনচুম্বি অট্টালিকার সমান এঁদের কথার বুলি,
ভোটের পরে তোমায় আমায় সবাই কে যায় ভুলি !
ভোটের পরেই শুরু হয় দাদাদিদিদের হরির লুটের খেলা ,
সব রং তখন মিলে মিশে যায় আসে পকেট ভরার বেলা |
আমজনতা কাঁদছে আর নেতাদের মুখে ফুটছে বড় হাসি ,
ধনতন্ত্রের চলছে যে রাজ আর গণতন্ত্রের ফাঁসি |
মনে রাখিস ফিরবে সুদিন, এসবের শাস্তি তোরা পাবি !
এবার তোরা থামরে পাগলা! আর খাবি কি- ঝাঁঝে মরে যাবি !