আমার হৃদপিন্ড মাঝে-
থেকে গেছে ফুলেদের নিবিড় সংসার।
আমি সেথা ঘ্রান হয়ে থাকি,
রেনু আর পরাগের মাঝে।
সে যেন এক উষ্ণ আয়োজন,
উড়ে আসে কতবার রোদের ঝালর।
তবু পাথরের নিশ্ছিদ্র জমাটে-
পড়ে থাকে স্খলিত কেশর।
নেমে আসে ঝরা পাতা দিন,
মুহূর্তে রচিত হয় শীতের শাসন।
আমিও আটকে আছি -
এই ঘনীভূত বরফের মাঝে।
যেভাবে আকাশের বুকে -
থেমে যায় নক্ষত্রের শ্বাস।
সেভাবে কোনো এক অনাগত হেমন্তে -
নেমে আসবে হিম,
চিনে নেবে আমাকেও,
আত্মঘাতী গোলাপের রঙে।