আমরাও সব স্বপ্ন গুলো গুছিয়ে রাখতে চেয়েছিলাম,
যেভাবে তোমার বুক-সেলফে তুমি গুছিয়ে
রেখেছিলে বই গুলো ,
কখনো কি জানতে চেয়েছো ?
ওরা কি চায় -
কখনো কি ভেবেছো?
ওরা বুকের ভেতরে শুধু ইতিহাস বয়ে নিয়ে চলে,
যে ইতিহাস মানুষ কে স্পর্ধা দেখায় -
সাহস যোগায় ,স্বপ্ন দেখায় -
কতবার তুমি পাতা উল্টেছ ,
শুনেছ শব্দের আস্ফালন ,
তবু সেই ইতিহাস খুঁজে পাওনি,
তোমার ইতিহাসে-
বই এর পাতা ফুঁড়ে বেরিয়ে আসে -
লাখ টাকায় শুয়ে কোটি টাকার স্বপ্নপূরণ করার গল্প
আর রাজা মন্ত্রীরা একে একে এসে ভীড় করে,
মুখ্য চরিত্র পেয়ে অভিনয় করে -
সে শুধু মন খারাপের অজুহাতে ,
ভালো লাগার গল্পকথার মতো ।
তাতে ভালো বাসা নেই ।
আমাদের সেই সাহস নেই-নিজেকে ভালো রাখার ।
তবু স্পর্ধা দেখাই-অন্যকে ভালোবেসে ।
তাই আজও কেউ আমাদের ইতিহাস কেউ লেখেনি ।
তবু জেনে রেখো ,
আমরাও লুকিয়ে আছি ।
জীবাশ্ম যেভাবে বেঁচে থাকে ।
আমরা বই এর পাতায় জায়গা পাইনি।
কিন্তু যখনই কোনো দিনমজুর বোঝা বয়ে নিয়ে যায় ।
বা কেউ মাঠে ধান কাটে ,বা কারখানায় বিকৃত লাশ হয়ে যায় ,
তখন ই দূর প্রান্তরে বা নদীর বুকে ইতিহাস লেখা হয়ে যায়।