শব্দের সিঞ্চনে চিরে যায়
হৃদয়ের পেলব জমিন।
ভরা শাওনে নিয়ে আসে
রূপসা প্লাবন।
আমিও কত বার
এক নামহীন ঘাটে,
উতলা নদীর বুকে
ভাসিয়ে দিই ভাবনার ডিঙি।
তখনো আমার চোখে মুখে
লেগে আছে মায়ার আতর।
তুমি জানো নদীর ওপারে
লেখা আছে শীতের কাহন।
তবু তোমার আঙিনা জুড়ে
কোনোদিন থামেনি
রৌদ্রের কোলাহল।
আমার অন্তঃসার মাঝে
বেজে ওঠে যে সারং এর সুর,
তোমার আশ্রয়ে
সে খুঁজে পায়
অনন্ত স্পন্দন।