দারিদ্র্য কে নিয়ে খেলতে খেলতে যে
অনাবৃত শিশুটি দরজায় দরজায়
কড়া নেড়ে যায়,
তখন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো
সোনার গরাদের ভেতরে।
তুমি কোনোদিন জানতেও পারবেনা
কি অবলীলাক্রমে,
সেই ছেলেটি হেঁটে গিয়ে ছিল
একটির পর একটি
দারিদ্র্যের দিগন্ত রেখা পেরিয়ে।
গাঢ় জঙ্গলের বুকচেরা পাঠের ভেতর দিয়ে
হাঁটতে হাঁটে তোমার স্বপ্নরা,
ক্লান্ত হয়ে যায়।
গোলাপের ঘ্রান তোমাকে
আচ্ছন্ন করে রাখে।
তুমি জানতেও পারোনা
আদৌ সেই ছেলেটি,
কখনো তার খেলা বন্ধ করেছিল কিনা।