বিক্ষিপ্ত কোলাহলের মাঝে
একদিন মৃত্যু নেমে আসে,
নিঃশব্দে রেখে যায় বেনামী কবর।
স্বরের মালঞ্চ খানি রেখে,
মধ্য গগন থেকে তুমি নিয়েছ বিদায়,
স্তব্ধ আজ গান ভাসি রাত্রি প্রহর।
নীল মৃত্যু পারাবার মাঝে,
ভেসে থাকা চেতনার ভেলা
সহসা ডুবে যায় সময়ের জলে।
অপূর্ণ রয়ে যায় জীবনের অগ্রন্থিত পাঠ,
অবসৃত পাতা যত পুড়ে যায়
কালের শ্বাশ্বত দাবানলে।
এই নশ্বর চরাচরে
মৃত্যুর মলাটের মাঝে,তুমি যে গান রেখে গেছো, তা লেগে থাকে
রুপোলি জোছনায়,
বয়ে যায় সুর সপ্তসিন্ধু জলে।
তুমি রয়ে যাবে ,
জীবন প্রবাহ জুড়ে,স্বপ্ন জাগরণে।
সাথে নিয়ে গানের মালা খানি,
যা সতত স্পন্দিত হবে
মনের অতলে।