আর কিছু নয়,চাইলে দিও সামান্যতম নুন আমাদের এই একমুঠো ফেনা ভাতে ।
পারো যদি পাশে এসে বসো, তোমাদের সাথে  খাবো বলে একসাথে।
তা না হলেও চাইনা কোনো আলো, শুধু দিওনা কোনো আঁধার।
শুধু মেনে নিও অস্তিত্বটুকু,দিও শুধু বাঁচার অধিকার।
যদি নাই বা পারো কাছে টেনে নিতে,নাই কোনো দিতে পারো স্থান।
প্রাণ ভরে নিতে দিও শ্বাস, তোমাদের কাছে আমার এটুকু আহ্বান।
জেনে রেখো একদিন মিলিয়ে যাবে নাম, সময়ের অতল গহবরে।
চলো তবু স্বপ্ন নিয়ে বাঁচি, দীর্ঘ এই তৃষ্ণার্ত প্রহরে।
মুছে দাও বৈষম্য যত, রুদ্ধ করো মানবতার ক্ষয়।
লেখা থাকুক মানব জমিন জুড়ে,তোমার আমার একটাই পরিচয়।